উত্তর : যদি মুসাফির অবস্থায় নামাজের সময় শেষ হওয়ার আগেই তিনি তার স্থানে পৌঁছে যান, শেষ ওয়াক্ত পাওয়া গেলে তিনি পুরো নামাজ পড়বেন। আর যদি এমন হয় যে, মুসাফির অবস্থায়ই তার নামাজের ওয়াক্তও শেষ হয়ে গেছে, গন্তব্যে পৌঁছার পর তার নামাজ কাযা রয়ে গেছে, তখন সে পুরো নামাজই পড়বে। কারণ, যে কসরগুলো কাযা হয়, মুকিম অবস্থায় সে কাযা আর কসর থাকে না, পুরো নামাজই পড়তে হয়। মুসাফির অবস্থায় কসর পড়ার সুযোগ থাকে, তখন যদি কেউ কসর না পড়ে, মুকিম অবস্থায় আর কাযাগুলোও কসর পড়ার সুযোগ নেই পূর্ণ নামাজই পড়তে হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন