মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলে নির্মাণাধীন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় কর্মরত এক শ্রমিক নিহত হয়েছেন। ওই শ্রমিকের নাম শাহীন। সে গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্দুরা শেখ বাড়ির মৃত মনছুর আহমেদের ছেলে। গতকাল সোমবার দুপুর ১টায় পাইলিংয়ের কংক্রিট ভাঙার সময় সেটি তার বুকে এসে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়।
কারখানার শ্রমিক মো. হৃদয় বলেন, সোমবার দুপুরে কারখানায় পাইলিংয়ের কংক্রিট ভাঙার কাজ করছিলো মো. শাহীন। এসময় হঠাৎ জমানো কংক্রিটের বড় একটি খন্ড তার বুকে এসে আঘাত করে। পরবর্তীতে ঘটনাস্থলে শাহীন মাটিতে পড়ে যায়। সিএনজি-অটোরিকশা যোগে মীরসরাই মাতৃকা হাসপাতালে আনার সময় পথে তার মৃত্যু হয়। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক নিবাস কুমার ভট্টাচার্জ্য জানান, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমিক মো. শাহীন পাইলিংয়ের কংক্রিট ভাঙার সময় কংক্রিটের আঘাতে আহত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন