অর্থনৈতিক রির্পোটার : মাত্র একদিনের জন্য প্রাইজ পোস্টিং দেওয়া হল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি বীর মুক্তিযোদ্ধা খালেক খানকে। চাকুরীর মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগে তাকে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার তার সরকারি চাকরির মেয়াদ শেষ হবে।
রোববার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সর্বোচ্চ ৭৮ হাজার টাকা স্কেলে বেতন পাবেন। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। চাকরির মেয়াদ শেষের একদিন আগেই কেন তাকে এমডি পদে নিয়োগ দেওয়া হলো ? জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মতিয়ার রহমান ইনকিলাবকে বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এ জন্যই তাকে প্রাইজ পোস্টিং (সম্মানী পদ) দেওয়া হলো।
মেয়াদ শেষে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটাও হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন