রাজশাহী ব্যুরো : রাজশাহী নগরীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নগরীর চার থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।
নগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ৭ জন, শাহ মখদুম থানা ৩ জন জনকে আটক করে। আটকদের মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ৪ এবং ৯ জন মাদকসেবী রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন