বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিটি এন্ড ক্যারিয়ার

অর্ধশত দেশে ন্যানো পণ্য রফতানি করে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১১:৩২ এএম | আপডেট : ১:৩৪ পিএম, ২৬ জানুয়ারি, ২০২১

অর্ধশত দেশে রফতানি হচ্ছে ইরানে তৈরি ন্যানো পণ্য। দেশটি তাদের ন্যানো প্রযুক্তি পণ্যের তালিকা প্রকাশ করেছে যাতে যুক্তরাষ্ট্র ও চীনের একই ধরনের পণ্যের সঙ্গে এসব পণ্যের গুণগত মান যাচাই করা যায়।

ইরান ন্যানোটেকনোলজি ইনিশিয়েটিভ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল সাইদ সরকার জানান তার দেশের ৩’শ ন্যানোটেকনোলজি কোম্পানি ৭১৫ ধরনের ন্যানো পণ্য তৈরি করে। এসব পণ্য অর্ধশত দেশে রফতানি হচ্ছে। তিনি জানান ইরানের ২৫ শতাংশ বৈজ্ঞানিক পণ্য তৈরি হচ্ছে ন্যানো প্রযুক্তিতে।

তিনি আরো জানান, এ প্রযুক্তির ৯০ শতাংশ ন্যানো উপদান ইরানেই পাওয়া যায়।

উল্লেখ্য স্বাস্থ্য , ভবন নির্মাণ, এভিয়েশন, শিপিং, তেল ও পেট্রোকেমিক্যাল, বস্ত্র, পরিবেশ, কৃষি ও অটোমোবাইল খাতে ন্যানো প্রযুক্তির ব্যাপক বিস্তৃতি ঘটছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন