উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জাবেদ (২০) নিহত হয়েছেন।
নিহত জাবেদ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ ইসলাম।
সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থীশিবিরে ডি/৮ ব্লকে এই ঘটনা ঘটেছে।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, সোমবার রাতে রোহিঙ্গা শিবিরের মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভি ইউনুসের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিল।
স্থানীয় পালংখালীর ঘোনারপাড়ার নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে সাত থেকে আটজন এ সময় তাদের পথরোধ করেন। তাঁরা রাতের বেলায় শেখের পক্ষের লোকজনকে ঘোরাঘুরি করতে নিষেধ করেন।
এতে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে যাবেদ নিহত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন