শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিউইয়র্কে নির্বাচন থেকে সরে যেতে বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী মৌমিতাকে হুমকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ২:০৯ পিএম

নিউইয়র্কে বর্ণবাদী বিদ্বেষের কারণে এক বাংলাদেশি কাউন্সিলর প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেয়া হয়। প্রার্থীর নাম মৌমিতা আহমদ। তিনি নিউইয়র্ক নগরীর কুইন্সের ডিস্ট্রিক্ট ২৪ থেকে কাউন্সিলম্যান পদে নির্বাচন করছেন। আগামী ২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু তিনি বাংলাদেশি একমাত্র নারী প্রার্থী। বাংলাদেশি আরও তিনজন পুরুষ প্রার্থী রয়েছেন। নিউইয়র্কার জার্নাল গতকাল এ খবর দেয়। -বেঙ্গলি ওয়াচ

মৌমিতা অভিযোগ করেন, ওয়াল স্ট্রিটের বিলিয়নিয়ার রিয়েল এস্টেট ডেভেলপার কাউন্সিল সদস্য জেনেরোর সাবেক চিফ অব স্টাফের নেতৃত্বে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ইমেইল প্রেরণ করা হচ্ছে। এই নির্বাচনে ট্রাম্প সমর্থক বিলিয়নিয়ার স্টিফেন রস, জ্যাক কাইয়ার, আইসাক এশ, জেফ ল্যাব ও জেমস জেনেরো নামের ধনকুবের প্রার্থী হয়েছেন। মৌমিতা প্রাক নির্বাচনী জরিপে এগিয়ে রয়েছেন। মৌমিতা নির্বাচনে স্বল্পমূল্যের আবাসন সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও অভিবাসী পরিবারের লাড়াইকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনে অন্য বাংলাদেশী প্রার্থীরা হচ্ছেন অ্যাটর্নি সোমা সাঈদ, ড. দিলীপ নাথ ও মুজিবুর রহমান। মাত্র ৮ বছর বয়সে মৌমিতা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে পাড়ি জমান। ইতিমধ্যে ডেমোক্রেট উঠতি তারকা কংগ্রেস উইমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের অনুসারী মৌমিতা কমিউনিটিতে একটি অবস্থান তৈরী করে নিয়েছেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন