শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইনকিলাবের নান্দাইল উপজেলা সংবাদদাতা আর নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সংবাদদাতা ও নান্দাইল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শংকর চন্দ্র বণিক আর নেই। গত মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলার খালবলা গ্রামের নিজ বাসভবনে দিবাগত রাত ৩টার সময় তিনি পরলোকগমন ত্যাগ করেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে তার দাহ কার্য সম্পাদন করা হয়। এ ছাড়া তিনি দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার নান্দাইল প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবর শুনে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসনের সাবেক এমপি খুররম খান চৌধুরী, নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া ও নান্দাইলে কর্মরত সকল সাংবাদিক নেতৃবৃন্দ এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ মৃত সাংবাদিকের বাড়িতে অবস্থান করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন