শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

সফটওয়্যার রপ্তানি বাড়াতে বিপণন বিষয়ে বেসিসের যৌথ সেমিনার

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার রপ্তানি বাড়াতে বিপণন পরিকল্পনা নিয়ে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসিস মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসিস, নেদারল্যান্ডের সেন্টার ফর প্রমোশন অব ইমপোর্টস (সিবিআই) ও বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বেসিসের সহ-সভাপতি ফারহানা এ রহমানের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে ছিলেন বেসিসের আন্তর্জাতিক বাজার সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং আপডেট সল্যুউশনস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা টি আই এম নুরুল কবির, দ্য ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ কামাল, বেটারস্টোরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ উদ্দিন আনোয়ার, দোহাটেক নিউ মিডিয়ার স্বত্বাধিকারী এ.কে.এম সামছুদ্দোহা, ন্যাসসেনিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ সায়ের হাসান ও অপটিমা এইচআর সল্যুউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোর্শেদ হায়দার। সেমিনারে বেসিসের সদস্যভুক্ত দেড় শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, বাজার বিশ্লেষন, ভিন্ন বাজারের জন্য আলাদা পরিকল্পনা ও বাস্তবায়ন, বিনিয়োগ বৃদ্ধি ও আন্তর্জাতিক সক্ষমতা তৈরিতে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি এসব বিষয়ে বেসিসের সদস্য কোম্পানিগুলোর সক্ষমতা তৈরিতে বেসিস ও বিআইটিএমের উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়। আগামী অক্টোবরে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তী ৬ মাসব্যাপী মেন্টরশীপ প্রদান করা হবে। ইতোমধ্যেই প্রশিক্ষণের নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

স লিপন দাস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন