শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাভারে দূবৃত্তদের দেয়া আগুনে পুড়লো ফার্মের ১৫০০ মুরগী

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৩:৩৭ পিএম

ঢাকার সাভারে আগুন দিয়ে একটি পোল্ট্রি মুরগির খামার পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা। আগুনে পুড়ে মারাগেছে প্রায় ১৫শ’ মুরগী।

শনিবার ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার উত্তরপাড়া মহল্লার এখলাছুর রহমানের পোল্ট্রি ফার্মে এই ঘটনা ঘটে।
ফার্মের মালিক এখলাছুর রহমান বলেন, ভোর রাতে মশাল দিয়ে তার টিনসেড ফার্মে দুর্বৃওরা আগুন দেয়। এসময় ফার্মে থাকা প্রায় ১৫’শ মুরগি পুড়ে যায়। যার আনুমানিক মুল্য ১০ লক্ষ টাকা। আগুনে টিনসেট সেডটিও ক্ষতিগ্রস্থ্য হয়েছে।
তিনি বলেন, ফার্মের ব্যবসার লাভের টাকা দিয়ে তিনি ছেলে মেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চালাতেন। দুর্বৃত্তরা তাকে নিঃশ^ করে দিয়েছে। আগুনের লেলিহান শিখায় ফার্মটির পাশে থাকা বেশ কয়েকটি গাছ ঝলশে গেছে।
এদিকে পোল্ট্রি ফার্মে আগুন দেওয়ার খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন