শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সিলেটে দলীয় কর্মীকে ছুরিকাঘাত করায় ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : নিজ দলের কর্মীকে ছুরিকাঘাত করায় সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বেলা ১টার দিকে সিলেট মদন মোহন কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত ছাত্রলীগ কর্মী সত্যচরণ দাস ও গণপিটুনিতে আহত ছাত্রলীগ নেতা সায়েম আহমদকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাস সূত্র জানায়, শনিবার সিলেট মদন মোহন কলেজে সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভা ছিল। সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কর্মী সত্যচরণ দাস। সভা শেষে বের হয়ে কলেজের সাইফুর রহমান ভবনের সামনে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদকে দেখতে পান সত্যচরণ। এ সময় সায়েমের কাছে একটি ছোরা দেখতে পেয়ে তাকে কলেজ ক্যাম্পাসে আসার কারণ জানতে চান সত্যচরণ। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সত্যচরণের পেট ও কানে ছুরিকাঘাত করেন সায়েম। গুরুতর আহত সত্যচরণকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ছুরিকাঘাত করার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সায়েমকে আটক করে শিক্ষার্থীরা গণপিটুনি দেয়। পরে কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ সায়েমকে পুলিশের হাতে তুলে দেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত সায়েমকে গণপিটুনি দেয়ায় সে আহত হয়েছে। তাকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন