শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ভুটানের রাজপরিবারে নতুন অতিথি প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক প্রথম পুত্রসন্তানের বাবা হয়েছেন। এ জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (শনিবার) রাজাকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি জানিয়েছে। অভিনন্দন বার্তায় ভুটানের রাজাকে প্রধানমন্ত্রী বলেন, আপনার প্রথম সন্তানের জন্মগ্রহণের দারুণ খবর পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের জনগণ, সরকার ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং রানীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে বাবা-মা হিসেবেও আপনাদের জন্য শুভ কামনা করছি। ভুটানের ইতিহাসের অন্যতম এই আনন্দঘন ও ঐতিহাসিক মুহূর্তে উদযাপনে অংশ নেয়ার সুযোগ পরম আনন্দের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নবজাতক ও তার মায়ের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় আমাদের সবার প্রার্থনা ও শুভ কামনা থাকছে। প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় রানী ও নতুন রাজকুমারকে সঙ্গে নিয়ে রাজা জিগমে খেসারকে তাদের সুবিধামতো সময়ে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণও জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন