রাজশাহী ব্যুরো : রাজশাহীতে এক মতবিনিময় সভায় বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক উত্তর-পশ্চিম রিজিয়ন রংপরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী এনডিসি বিএসসি গরু ব্যবসায়ীদের সীমান্ত অতিক্রম করতে নিষেধ করেছেন। রোববার বিকেলে রাজশাহী শালবাগানন্থ বিজিবি ক্যাম্পে গণমাধ্যম প্রতিনিধি ও গরু-মহিষ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ আহŸান জানান। তিনি বলেন, গরু নেয়ার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতে যাওয়ার প্রয়োজন নেই। ভারতের সঙ্গে যারা গরু-মহিষ আনা-নেয়ার ব্যবসা করবেন তারা বিওপি কমান্ডের সঙ্গে যোগাযোগ করবেন। ভারত থেকে গরু সীমান্তে নিয়ে আসবে ভারতীয় ব্যবসায়ীরা। সেখান থেকে বিজিবির কাছে বৈধভাবে গরু-মহিষগুলো হস্তান্তর করবে। এরপর বাংলাদেশের ব্যবসায়ীরা করিডোরের মাধ্যমে গরু-মহিষগুলো ছাড় করে নেবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন