শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

না’গঞ্জে জঙ্গি আস্তানার বাড়ির মালিকের ৩ দিনের রিমান্ড

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : শহরের পাইকপাড়ায় জঙ্গি নিহত হওয়ার ঘটনার পর তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার জঙ্গি আস্তানার বাড়ীর মালিক নুরুদ্দিন দেওয়ানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান নুরুদ্দিন দেওয়ানকে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে সদর মডেল থানা পুলিশ নুরুদ্দিন দেওয়ানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন। গত শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নিজ বাসভবন থেকে নুরুদ্দিনসহ ১২ জনকে আটক করেছিল পুলিশ। পরে ১১ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে বলে রবিবার সাংবাদিকদের জানান, জেলা পুলিশ সুপার মো: মঈনুল হক। উল্লেখ্য, জঙ্গিদের অবস্থানের সংবাদ পেয়ে শনিবার ভোরে পাইকপাড়ার কবরস্থান এলাকার নরুউদ্দিন দেওয়ানের তিনতলা বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। পরে র‌্যাবসহ অন্য বাহিনীগুলোও অভিযানে যোগ দেয়। ‘অপারেশন হিট স্ট্রম-২৭’ এক ঘণ্টার অভিযান শেষে ওই আস্তানায় থাকা নব্য জেএমবির প্রধান ও গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন। বাকী দুইজন হলেন ধানমন্ডির তাওসীফ হোসেন ও যশোরের রাব্বি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন