শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ৪:২২ পিএম | আপডেট : ৫:১০ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২১

মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সু চিকে আটক করার পরে বেইজিং সোমবার দেশটির সমস্ত পক্ষকে আলোচনার মাধ্যমে ‘তাদের মতপার্থক্যের সমাধানের’ আহ্বান জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘চীন মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং আশাবাদী যে, মিয়ানমারের বিভিন্ন দল রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য সাংবিধানিক ও আইনী কাঠামোর আওতায় তাদের মতপার্থক্য যথাযথভাবে সমাধান করবে।’ ওয়াং বলেন, চীন প্রতিবেশী দেশ হিসাবে মিয়ানমারের পরিস্থিতির দিকে গভীরভাবে দৃষ্টি রেখেছে।’

সেনাবাহিনী মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং এই অভ্যুত্থানটি দেশে এক দশকের বেসামরিক শাসনের অবসান ঘটিয়েছে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন