শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরে বাংলা সম্মাননা পদক পেলেন বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম খান

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা সম্মাননা পদক পেয়েছেন ময়মনসিংহের বিশিষ্ট সাংবাদিক, দেশের শীর্ষ দৈনিক ইনকিলাবের বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক প্রধান ও দৈনিক আজকের ময়মনসিংহের সম্পাদক মো: শামসুল আলম খান। রোববার রাতে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা শেষে প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা পদক তুলে দেয়া হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ। শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জয়নুল আবেদীন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রদূত এম. হারুনুর রশিদ বীরপ্রতীক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য কবি কাজী রোজী, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা সাবেক ডিআইজি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আইনজীবী গাজী তৌহিদুল ইসলাম, রেজাউল করিম, অভিনেতা ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, রাশেদ মুর্শেদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রসারের মাধ্যমেই শেরে বাংলা চেয়েছেন বিট্রিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে। বাংলার মুসলমান যখন অশিক্ষা, দারিদ্র্য ও হতাশায় ভুগছে তখন তিনিই নিরলস প্রয়াস চালিয়ে এই অধঃপতিত জাতিকে উদ্ধার করেন। শিক্ষার প্রকৃত আলো জ্বেলে ও প্রজাস্বত্ব আইন প্রণয়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ফুটিয়েছিলেন উজ্জ্বল হাসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন