মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই তাপমাত্রা বিগত পাঁচ বছরের রেকর্ড ভঙ্গ করেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, ২০১৫ সালের পর এবারই সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সোমবার সকাল ৯ টায়।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশী ছিন্নমূল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন কষ্টে। কন কনে শীত ও হিমেল হাওয়ার কারণে চা বাগান এলাকার শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পরেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন