নাটোর জেলা সংবাদদাতা : নাটোর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মোঃ ইউনুস আলীকে গতকাল সোমবার আটক করেছে পুলিশ। তার খবর নিতে থানায় আসলে পুলিশ তার বড় ছেলে মুসান্না আল গালিব (২৪) কেও আটক করেছে। তবে কোন মামলায় তাদের আটক করা হয়েছে সে ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি পুলিশ। আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নাটোর নিচাবাজারে কাঁচা বাজার করতে যাওয়ার পথে বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে সদর থানা পুলিশ নাটোর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী (৫৫) কে আটক করে। তাকে আটকের পর সকাল ১১টার দিকে তাকে নিয়ে তার নাটোর শহরতলীর গুণারীগ্রামের বাসায় তল্লাশী করে পুলিশ কয়েকটি দলীয় পোস্টার ছাড়া এখানে কিছু না পাওয়ায় দুপুরের দিকে পুনরায় পুলিশ তাকে নিয়ে তার গ্রামের বাড়ি সদর উপজেলার কাফুরিয়ায় অভিযান চালায়। এখানেও কোন কিছু উদ্ধার বা জব্দ করার মতো কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। অধ্যাপক ইউনুস আলীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার নামে কয়েকটি মামলা থাকলেও তিনি সবগুলোতেই জামিনে আছেন। ব্যক্তিগত সমস্যার কারণে বেশ কিছু দিন আগেই জামায়াতের জেলা আমিরের দায়িত্ব থেকে তাকে অব্যহতি দিয়েছে দলটি। নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেছেন, তাকে শহর থেকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে না পারলেও মঙ্গলবার আদালতে পাঠানোর পর সব জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন