নগরীর বায়েজিদ থানার বালুছড়া এলাকায় গতকাল নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মো. সুমন ও আবুল কালাম নামে দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার জানান, বালুছড়ায় ফোর এইচ গ্রুপের প্রতিষ্ঠান ফোর এইচ অ্যাপারেলস কারখানার সীমানার ভেতরে আরেকটি ভবন নির্মাণ করা হচ্ছিল। তার এক তলা ছাদটি দুপুরে হঠাৎ ধসে পড়ে। এতে ছয় নির্মাণ শ্রমিক আহত হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ভবনের ভিত শক্ত না হওয়ায় ছাদটি ধসে পড়েছে। আহতদের মধ্যে দুইজনকে চমেক হাসপাতালে আর চারজনকে কারখানার চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন