শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১ কোটি ৮৮ লাখ টাকার ডায়মন্ডসহ আটক ১

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ভারত থেকে অবৈধভাবে দেশে আনার পথে সাতক্ষীরা সীমান্তে ১৪৮টি ডায়মন্ডের আংটিসহ রেবেকা বেগম (৪২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাত পৌনে ৮টায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদর উপজেলার ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. ওয়াহিদ হোসেন এর নেতৃত্বে ভোমরার ল²ীদাড়ী বেড়িবাধেঁর উপর বেলালের বাড়ির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪৮টি (বড় ৫৪টি ও ছোট ৯৪টি) ডায়মন্ডের আংটিসহ ল²ীদাড়ী গ্রামের সাহেব আলীর স্ত্রী রেবেকা বেগমকে আটক করা হয়। আটক ডায়মন্ডের আংটির মূল্য ১ কোটি ৮৮ লক্ষ ৬০ হাজার টাকা।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ও পলাতক আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র জানায়, রেবেকা বেগম এ সকল মূল্যবান দ্রব্যাদি অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এনে তার স্বামী মোঃ সাহেব আলীর সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন