স্টাফ রিপোর্টার : কাজকর্ম বন্ধ করে দেওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত সোমবার মামলা দায়েরের আগেই দুই প্রকৌশলীকে গ্রেপ্তারের প্রতিবাদে নানা কর্মসূচির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আজ সকাল ১০টায় অফিসার্স এসোসিয়েশন, শ্রমিক লীগ, শ্রমিক দল চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে। একই সঙ্গে ইঞ্জিনিয়ার মনোয়ার ও সাইদুর রহমানের মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ করে ও বোর্ড মিটিং বন্ধ করার দাবি জানান। কর্মকর্তা- কর্মচারীদের দাবির মুখে বোর্ড মিটিং বন্ধ হয়ে যায়। এখন সব কর্মকর্তা- কর্মচারীরা নিচে নেমে শ্লোগান দিচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন