রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে যুবদল কর্মী হত্যা মামলায় ১১ জনের ফাঁসি

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরে যুবদল কর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ওই ঘটনায় ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দায়রা জজ আদালতের বিচারক সাইদুর রহমান গাজী এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালা মুন্সী, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহীদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নাথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।

২০০৩ সালের ৮ মার্চ রাতে সদর উপজেলার তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই নূর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।

এ মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত আজ ১১ আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন