বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে টুইটার। কৃষক বিক্ষোভ ইস্যুতে তার টুইট নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছিলো। এর পরেই কঙ্গনার ২টি টুইট সরিয়ে দেয়া হয়েছে। ‘টুইটটি আর নেই, কারণ টুইটারের নিয়মকানুন লঙ্ঘন করেছেন’, এই মর্মে কঙ্গনার টুইটার অ্যাকাউন্টে বার্তা দেয়া হয়েছে।
গত মাসে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য সাসপেন্ডও করা হয়েছিল। কৃষক আন্দোলন ইস্যুতে একেবারে আগ্রাসী ভ‚মিকায় দেখা গিয়েছে তাকে। ভারতে কৃষক বিক্ষোভ নিয়ে সোচ্চার হয়েছিলেন পপস্টার রিহানা। ‘কেন আমরা এটা নিয়ে কিছু বলছি না?’ টুইটারে লিখেছিলেন তিনি। এর পালটা কঙ্গনা টুইটারে লেখেন, ‘কেউ এটা নিয়ে বলছেন না কারণ, তারা কৃষক নয়, জঙ্গি, যারা দেশকে ভাগ করতে চায়...।’ এতেই শেষ নয়, একই কারণে বলিপাড়ার অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে ‘খলিস্তানি’ বলে তোপ দেগেছেন কঙ্গনা। রিহানার টুইটের পর তাকে নিয়ে গান লেখেন দিলজিৎ। এরপরই ফের টুইট যুদ্ধে জড়ান কঙ্গনা ও দিলজিৎ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন