লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার এবং ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে অধিদফতরে প্রতিকার মেলে এই দুইটি প্রতিপাদ্য নিয়ে কাপ্তাই উপজেলা ভোক্তা সংরক্ষণ কমিটির আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক সচেতনতামূলক সভা। গতকাল শুক্রবার বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা। তিনি বলেন, আপনি একজন সচেতন ভোক্তা বাজার হতে কোন পণ্য ক্রয় করতে গিয়ে সচেতন হন। আপনাকে ইচ্ছা করে কেউ মেয়াদউত্তীর্ণ পণ্য দিয়ে ঠকালে অভিযোগ আকারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করেন।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হকের সভাপতিত্বে এবং সৈয়দ খুরশীদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক শামীম আল মামুন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবল বাহার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারি ভ‚মি কমিশনার মাইনুল হোসেন চৌধুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন