সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

আমার বর্তমান বয়স ২৭। আমি বিয়ে করতে চাই, কিন্তু দেন মোহরের টাকা জোগাড় করতে পারছি না বলে বিয়ে করছি না। এমতাবস্থায় বিয়ে করাটাও জরুরী ফেতনা থেকে বাঁচার জন্য। এখন আমার প্রশ্ন হলো যদি আমি নগদে দেনমহর পরিশোধ না করে বিয়ে করি, সে ক্ষেত্রে ইসলাম পরিপন্থী কাজ হবে কি না? আর যদি টাকাটা বাকী রাখি সেক্ষেত্রে স্ত্রীর সাথে ঘর সংসার করা ইসলামি মতে বৈধ হবে কি না?

মো. আব্দুর রব
ইমেইল থেকে

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩১ পিএম

উত্তর : বৈধ হবে। আপনি দেনমোহর কম এমন কোনো পরিবারে যান, অথবা এমন কোনো মেয়ে যিনি কম দেনমোহরে করবেন তাকে পছন্দ করুন। এটাই আপনার জন্য সহজ হবে, যে পরিমাণ টাকা আছে সে পরিমাণ দেনমোহর যদি উনারা মেনে নেন তাহলে তো হয়েই গেল। আর যদি উনারা না মানেন, আপনিও যদি চান দেনমোহর কম না দিয়ে নরমাল দিবেন, তাহলে আপনি কিছু নগদ কিছু বাকীতে বিয়ে করতে পারেন। আর উনারা রাজী থাকলে পুরোটাই বাকী রাখা যায়। এতে যদি দুপক্ষই রাজী থাকে তাহলে বিবাহ জায়েজ হবে, বৈধ হবে, সংসার করাও জায়েজ হবে এতে কোনো সন্দেহ নাই, দেনমোহর বাকী রাখা বা বাকীতে বিয়ে করা সবসময়ই জায়েজ। তবে এটা দেওয়ার প্রবল ইচ্ছা, সংকল্প, চেষ্টা থাকতে হবে এবং দিতেও হবে। এর ব্যাতিক্রম হলে দেনমোহর বাকী রেখে বিয়ে জায়েজ হবে না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Istiak Ahmad ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ পিএম says : 0
হযরত,বিভিন্ন ওয়াজ মাহফিলে এটা নিয়ে খুব কঠোরভাবে বলতে শোনা যায়। এমনও শোনা যায় যে বাকিতে বিয়ে হবে না,সারাজীবন জেনার গুনাহ হবে ইত্যাদি ইত্যাদি। যাহোক,আল্লাহ পাকের মেহেরবানিতে আমি সম্পূর্ন দেনমোহর নগদে পরিশোধ করেই বিয়ে করেছি। আর আপনার এই ফতোয়া জানতে পেরে ভাল লাগছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন