চট্টগ্রাম ব্যুরো : নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার গভীর রাতে নগর ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ জসিম উদ্দিন (৩২) ও বিবি তাসলিমা আক্তার শিল্পী (২৬)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা জালিয়াত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে নগরীতে জাল টাকার ব্যবসা করে আসছিল। উভয়ের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় জাল-জালিয়াতির একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে দীর্ঘ ৭-৮ বছর একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল নোট ব্যবসা করে আসছে এবং জসিম চট্টগ্রাম অঞ্চলের জাল নোট ব্যবসার মূল হোতা। সে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এবং কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে জাল নোট ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন