শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

জমিরিয়া মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর হামলাকারীদের শাস্তি দিন-আল্লামা জুনাইদ বাবুনগরী

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ফটিকছড়ি নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার মুহতামিম মাওলানা বেলাল উদ্দিন ও ছাত্র-শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলূম হাটহাজারীর মুহাদ্দিস আল্লামা জুনাইদ বাবুনগরী। গতকাল (মঙ্গলবার) সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি নিরীহ মাদরাসা পরিচালক, শিক্ষক ও ছাত্রদের উপর সশস্ত্র এ হামলার ঘটনাকে বর্বরোচিত হামলা উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হেফাজত মহাসচিব বলেন, মাওলানা বেলাল উদ্দিন নানুপুরী একজন বিনয়ী আলেম, প্রসিদ্ধ ওয়ায়েজ ও একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। তাকে হত্যার অসৎ উদ্দশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যুর মুখোমুখি করা হয়েছে। তার ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা দেশের কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।
হেফাজত মহাসচিব আরও বলেন, আমরা আল্লাহকে ভয় করি, বিনয় ও ন¤্রস্বভাব পছন্দ করি, শান্তির বাণী প্রচার করি। আমরা আইন নিজের হাতে তুলে নেয়ার পক্ষে নই। ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা বিক্ষুব্ধ হলে সন্ত্রাসীরা রেহাই পাবেনা। তিনি ঐক্যবদ্ধ হয়ে সজাগ ও সতর্কতার সাথে হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন