স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ সউদী দূতাবাস কর্তৃপক্ষ এক লাখ চারশ’ আটাত্তর জন হজযাত্রীর ভিসা ইস্যু সম্পন্ন করেছে। সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১শ’৯২ জনের হজ ভিসা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় ৯৫ হাজার ২শ’৮৬ জনের হজ ভিসা হয়েছে। সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী এবার সর্বমোট হজযাত্রীর কোটা ছিল ১ লাখ ১ হাজার ৭শ’৫৮ জনের। এর মধ্যে সরকারি কোটা ছিল ৫ হাজার ২শ’ জনের। বাকি সব বেসরকারি কোটা। গতকাল পর্যন্ত প্রায় ৭৩ হজযাত্রী সউদী আরবে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার কিছু হজযাত্রীর পাসপোর্টে ত্রæটি থাকায় তা সংশোধন করে হজ ভিসা ইস্যু করার মাধ্যমে হজ ভিসার কার্যক্রম বন্ধ করে দেবে। সউদী দূতাবাসের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। বিমানের হজ ফ্লাইট আগামী ৪ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্সের হজ ফ্লাইট চলবে। এদিকে, অপেক্ষমাণ হজযাত্রীদের ১১ হাজার নতুন কোটা বরাদ্দ পাওয়ার দাবিতে হাব সমন্বয় পরিষদ বেশ কিছুদিন যাবত নানাভাবে আন্দোলন চালিয়েও কোনো কোটা প্রাপ্তি নিশ্চিত করতে পারেনি। গতকাল রাতে মন্ত্রীপাড়াস্থ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সরকারি বাসায় অপেক্ষমাণ হজযাত্রীদের হজে পাঠানোর দাবিতে আন্দোলনকারী হাবের একাংশ সদস্য ভিড় জমায়। ধর্মমন্ত্রী অত্যন্ত ধৈর্যের সাথে তাদের কথা শোনেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্মমন্ত্রীর বাসায় অপেক্ষমাণ হজযাত্রীদের হজে পাঠানোর বিষয়টি নিয়ে বৈঠক চলছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন