টেকনাফের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে নিয়োগ পেয়েছেন পারভেজ চৌধুরী (১৬৮৭২)।
গত ৯ ফেব্রুয়ারী চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত সংস্থাপন শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে পারভেজ চৌধুরীকে টেকনাফের নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়।
টেকনাফের নতুন ইউএনও হিসাবে নিয়োগ পাওয়া পারভেজ চৌধুরী বর্তমানে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি’র ইউএনও হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ সালের ২২ আগস্ট থেকে সেখানে দায়িত্ব পালন করছেন।
পারভেজ চৌধুরী বিসিএস (প্রশাসন) ৩০তম ক্যাডারের সদস্য। পারভেজ চৌধুরী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন