উত্তর : বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র এ ধরণের সরকারি সমস্ত সঞ্চয়পত্র এখন পর্যন্ত যে পলিসিতে পরিচালিত হচ্ছে সবগুলোর মুনাফা হারাম। এগুলো সুদ, কারণ সরকার এগুলো দিতে বাধ্য। লাভ হোক, লস হোক সরকারকে এ সঞ্চয়পত্রের মুনাফা দিতে হবে। বাজেটে এগুলো সুদ হিসাবে দেওয়া হয় যে, আমরা সঞ্চয়পত্রের সুদ দিব। সুতরাং এটা হারাম, নেওয়া যাবে না। সরকার যদি এমন কোনো এন্টারপ্রাইজ বা কোম্পানি খুললেন, যেখানে হালাল উপায়ে বিনিয়োগ করে আপনাকে দিবেন, তাহলে তা হালাল হবে। সরকার যদি হালারের চিন্তা করেন, শরীয়াহ কাউন্সিলের মাধ্যমে দেখভাল করেন এবং তারা যদি বলেন যে এই অর্থ হালাল বা এই তহবিলটা হালাল, তাহলে সেখানে সঞ্চয়পত্রে রেখে মুনাফা নেওয়া যাবে। বর্তমানে যে সাধারণ নিয়মে চলছে, তার মুনাফা হালাল হবে না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন