ওদের স্বপ্ন পুরণ হলো না। শিক্ষালাভের শেষধাপ উত্তীর্ণ আগেই জীবনের স্বপ্ন কেড়ে নিলো মর্মান্তক দুর্ঘটনা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের তেল পাম্পের নিকট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে ৬জনই মাস্টার্সের শিক্ষার্থী।
যশোরে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। বাড়ির লোকজন অপেক্ষায় ছিলেন। ফিরলেন ঠিকই সাদা কফিনে মোড়া লাশ হয়ে। ঝিনাইদহ সংবাদদাতা জানান, তারা হলেন কালিগঞ্জ সুন্দরপুর গ্রামের ইসহাক আলীর ছেলে মোস্তাাফিজুর রহমান, চুয়াডাঙ্গার নেহালপুর গ্রামের গৃহবধু রেশমা খাতুন, চুয়াডাঙ্গার নাগদা গ্রামের শুভ, ঝিনাইদহের সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ইউনুস আলী, কালীগঞ্জের রণজিৎ দাসের ছেলে সনাতন দাস ও কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের নতুন মসজিদ পাড়ার মীর মোহাম্মদের ছেলে সোহাগ হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন