নাটোরের বড়াইগ্রামে গৃহস্থালী কাজ করতে গিয়ে আব্দুল করিম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত আব্দুল করিম উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের পার বাগডোব গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ওয়ারছেল আলী আকন্দ জানান, গত বুধবার দুপুরে আব্দুল করিম বাগডোব গ্রামে শাহজাহান আলীর পুরাতন বাড়ির একটি ঘর ভাঙার কাজ করছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন