রাজশাহীতে পঞ্চম দিনের মতো টিকাদান কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে। অন্যদিনের চেয়ে গত বৃহস্পতিবার সকাল থেকেই রামেক হাসপাতালে টিকা নেয়ার উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা গেছে।
রামেক হাসপাতালের সূত্র জানায়, গত বৃহস্পতিবার পঞ্চম দিনে রাজশাহী সিটি করপোরেশনে টিকা নিয়েছে মোট ২৮৪৯ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছে মোট ২৩১৯ জন, পুলিশ লাইন হাসপতালে টিকা নিয়েছে মোট ৪৭০ জন ও সিএমএইচ হাসপাতালে টিকা নিয়েছে মোট ৬০ জন।
গত বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালে গিয়ে দেখা যায় টিকা নিতে মানুষের ব্যাপক উপস্থিতি। এই অল্প সময়ে মোট ৬টি বুথে প্রায় ৬০০ জন নিবন্ধন করেছে আর টিকাগ্রহণ করেছে ৫০০ শতাধিক। এদিন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সাংবাদিক, শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে টিকা নিতে। তবে সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছে বয়স্ক মানুষ।
দায়িত্বে থাকা রেডক্রিসেন্টের যুব প্রধান শিমুল জানান, অন্যদিনের চেয়ে আজ আমাদের টার্গেটের বেশি টিকা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার নিবন্ধন করেছে ২ হাজার মানুষ কিন্তু ২৩শ’র বেশি মানুষকে টিকা দিয়েছি আমরা। দিনে দিনে টিকা নেয়ার উপস্থিত অনেক বেশি হচ্ছে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, সুন্দরভাবেই কার্যক্রম চলছে, তবে আমাদের হাসপাতালে অনেক বেশি চাপ পড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন