মানিকগঞ্জের সিংগাইরে গৃহবধূর ফাতেমা ওরফে প্রিয়া (২০) স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে এসিড খেয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্ধল তালপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত-প্রিয়া (২০) ওই এলাকার রিপন মিয়ার স্ত্রী ও একই উপজেলার চান্দহর ইউনিয়নের চরফতেহপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে এসিড খায় প্রিয়া। কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্য হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে দুপুরের দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক মাসুদ রানা শামীম বলেন, নিহতের মুখে ফোসকার দাগ আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কিভাবে তার মৃত্য হয়েছে জানা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন