বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইএসইউতে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৪২ পিএম

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ভিসি প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেছেন, ভালো শিক্ষক হতে হলে ভালো মানুষ হতে হবে । শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে  তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন  গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের ।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক কে. আহমেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএসইউ এর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ। আই কিউ এ সি অতিরিক্ত পরিচালক  লুৎফর রহমান এর সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন প্রোগ্রাম এর চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন