শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘ভালবাসা দিবস’ নিয়ে নেটিজেনদের যে প্রতিক্রিয়া

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৩ পিএম

আজ ১৪ ফেব্রুয়ারি কথিত ‘ভালবাসা দিবস’ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ায় সরব হতে দেখা গেল নেট দুনিয়ার বাসিন্দাদের। দিবসটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে তারা নানা মন্তব্য তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজাতীয় এই অপসংস্কৃতিকে বয়কটের ডাক দিতে দেখা গেছে ধর্মপ্রাণ অনেক মানুষকে।

ধর্মপ্রিয় মুসলমানের এই দেশে যুবসমাজ বিধ্বংসী ভালবাসা দিবসের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা তৈরি ও দিবসটি বয়কটের ডাক দেয়া হলেও অনেককেই এটি পালন করতে দেখা যায়। পশ্চিমা দেশগুলোর অনুকরণে ঐ অপসংস্কৃতির মাতাল ঢেউ তোলেন কেউ কেউ। ভালবাসা দিবসের এসব নোংরামি ও অশ্লীলতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন অনেকে।

ফেসবুক স্ট্যাটাসে ‘ভালবাসা দিবস’ নিয়ে জৈষ্ঠ্য সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে বিশ্ব ভালবাসা দিবস নয়। ভ্যালেন্টাইন্স নামের অর্থও ভালবাসা নয়। বিশ্বের আর কোথাও এ দিন ভালবাসা দিবস নামে পালিত হয় না। ভ্যালেন্টাইন্স ডে নামেই পালিত হয়। ভালবাসার জন্য কোনো সময় বা উপলক্ষ্য প্রয়োজন হয় না। যিনি সত্যিকার ভালবাসেন তিনি সময় ও উপলক্ষ্যের জন্য অপেক্ষা করেন না। দিন তারিখ ঠিক করে যে ভালবাসা হয় তা লোক দেখানো কর্পোরেট ভালবাসা। এই কর্পোরেট, লোক দেখানো ভালোবাসাকে না বলুন। ভালবাসুন সবাইকে, সবকিছুকে, সবসময়।...’’

মোঃ আব্দুল আলিম লিখেছেন, ‘‘ভালোবাসার জন্যে আর প্রিয় মানুষের পাশে থাকার জন্যে কোন ""দিবস পালনের"" প্রয়োজন হয়না....আমার মোনাজাতে,, আমার হৃদয়ের অন্তঃস্থ থেকে দোয়া করাতে,,তার জন্যে নেক রহমাতে,,, আমি ভালোবাসা পাই খুঁজে। লোক দেখানো ভালো সবাই বাসতে পারেতাহাজ্জুদ পড়ে প্রিয় মানুষটাকে পাশে চাইতে কজনই পারে?’’

মোঃ সামি উল্লাহ লিখেছেন, ‘‘ভ্যালেন্টাইন্স ডে পালন করা মানে খ্রিস্টান ধর্ম পালন করা,, এটা কোন মুসলিম করতে পারেনা,,।খ্রিস্টীয় ধর্মের ধর্মীয় উৎসব সেন্ড ভ্যালেন্টাইনস ডে, কে প্রতারণামূলকভাবে বিশ্ব ভালোবাসা দিবস অনুবাদ করে,, ধর্মীয় দিবসকে সেকুলার রূপ দিয়ে আমাদের সমাজে প্রচলন করা হচ্ছে,, এটা নিঃসন্দেহে প্রতারণা!’’

মুহাম্মদ রাজিব আহম্মেদ লিখেছেন, ‘‘ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসের নামে সকল প্রকার অশ্লীলতাকে না বলুন, ভালোবাসা দিবস মুসলিমদের জন্য হারাম ও জাহান্নামের টিকিট যা ইহুদি খৃষ্টানরা মুসলিমদের জন্য একটি ফাঁদ তৈরি করে দিয়েছে, আর আমরা মুসলমানরা সে ফাঁদে পা দিচ্ছি, তারাও চাচ্ছে যেন মুসলমানরা আল্লাহর পথ থেকে সরে নিজের জীবন নষ্ট করে, জাহান্নামের পথ বেছে নেয়, তাই আজ থেকে মুসলিম ভাই বোনেরা সাবধান হয়ে যান ও তওবা করুন আল্লাহর কাছে।’’

রবিউল ইসলাম দিবসটি বয়কটের ডাক দিয়ে লিখেছেন, ‘‘সমাজ, পরিবার ও তারুণ্য ধ্বংসকারী ভ্যালেন্টাইনস ডে কে ‘না’ বলুন। ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন সেন্ট ভ্যালেন্টাইন’স ডের সকল নোংরা ও অসভ্য আয়োজনকে।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন