শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শহীদ জিয়ার অবদান জনগণ জানেন

ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

শহীদ জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নিলে, দেশের জনগণ সরকারের গদি কেড়ে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গতকাল ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ কেড়ে নেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অচিরেই সরকারের পতন অবশ্যম্ভাবী। ইনশাআল্লাহ এ বছরই গণতন্ত্রের সূর্য উদিত হবে। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান দেশের জনগণ জানেন। তিনি মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। একজন সম্মুখ সমরের বীর মুক্তিযোদ্ধা। এই মহান নেতার খেতাব কেড়ে নিয়ে মুক্তিযোদ্ধের ইতিহাস রচনা হবে না। দেশের জনগন সরকারের এ ষড়যন্ত্রে প্রতিবাদমুখর হয়ে উঠেছে। রাজপথেই এর কঠোর জাবাব দেয়া হবে। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, ডা. রানা, শুকুর মাহমুদ ববি, বিএনপি নেতা হেলাল আহম্মেদ, দক্ষিণ জেলা যুবদল সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমীন খসরু, সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তাপস সরকার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন