শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২৩ পিএম

১৫ ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে সিলেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। সারাদেশের মতো আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর ঐতিহাসিক রেজিস্টারী মাঠ থেকে শুরু হয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। স্বাধীনতা বিরোধীদের নিয়ে জনগণের ভোটের অধিকার হরণ করেছিল বিএনপি।পরবর্তীতে  জনগনকে নিয়ে আন্দোলনের মাধ্যমে সেই অধিকার ফিরিয়ে আনেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তার  নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের অনন্য রোল মডেল এখন বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, উপদেষ্টা খোকন কুমার দত্ত, উপদেষ্টা ফারুক আহমদ, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ পলাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ,  শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ শাকির আহমেদ (শাহীন) কোষাধক্ষ্য শমশের জামাল, উপদপ্তর সম্পাদক মো.মজির উদ্দিন, প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন চেয়ারম্যান, সৈয়দ মিসবাহ উদ্দিন, আবদাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, এডভোকেট নূরে আলম সিরাজী,কামাল আহমদ, মো. আব্দুল বারী, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশিদ, জাহাঙ্গীর আলম, হাজী আবু লেইস চৌধুরী, গোলাপ মিয়া, যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় সংসদের সাবেক সদস্য শাহ আলম শাওন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি শাহ মো: নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, ও মাধুরী গুন, জেলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন