রাজশাহী ব্যুরো : আজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস। এই দিনটি উদযাপনের জন্য নানা কর্মসূচি পালনের আয়োজন হয়েছে। সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধন করবেন ভিসি প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। এরপর বৃক্ষরোপণ কর্মসূচী। সকাল সাড়ে ৯ টায় রুয়েট ক্যাম্পাস থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা। সকাল ১০ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন