বিশেষ সংবাদদাতা, খুলনা : খুলনা-কলকাতা মৈত্রী বাস যোগাযোগে ব্যবসা-বাণিজ্য এবং স্বাস্থ্য সেবা এ দু’টি সুবিধা পাবে বাংলাদেশ। খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলক মৈত্রী বাস দু’টি (ভুতল পরিবহন নিগম) কলকাতার উদ্দেশ্যে খুলনা ছেড়ে গেল। গতকাল বুধবার বিকেল সোয়া ৪টার দিকে বাস দু’টি খুলনা সার্কিট হাউজ থেকে ছেড়ে যায়। এর আগে, গত মঙ্গলবার রাত পৌনে ১০টায় কলকাতা থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে যশোর হয়ে খুলনা সার্কিট হাউজে এসে পৌঁছায় বাস দু’টি। পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট বিভাগের স্পেশাল সেক্রেটারি বিশ্ব মাধব দাস গুপ্তের নেতৃত্বে মৈত্রী বাস দু’টিতে ১২সদস্যে ভারতীয় প্রতিনিধি দল খুলনায় আসেন।
সংশ্লিষ্টরা বলছেন, খুলনা-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস চালু হলে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন, বাগেরহাটের খানজাহান আলী মাজারসহ খুলনার বিভিন্ন এলাকায় বিদেশি পর্যটকদের আগমন বাড়বে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। দুই দেশের আঞ্চলিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত হবে। ভারত থেকে আমদানি ও রফতানি পণ্য আনা নেয়া সহজ হবে। এতে দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন। এ রুটের ফলে রোগীরা খুব সহজেই ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন। এ দু’টি সুবিধা পাবে বাংলাদেশ।
গতকাল পরীক্ষামূলক মৈত্রী বাস দু’টিতে আসা প্রতিনিধি দলকে বিদায় জানান খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। ভারত-বাংলাদেশ দু’দেশের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক আরও দৃঢ় করতে এক মাসের মধ্যে এ রুটে বাণিজ্যিকভাবে বাস চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট বিভাগের স্পেশাল সেক্রেটারি বিশ্ব মাধব দাস গুপ্ত। ভারত থেকে আসা প্রতিনিধি দল বুধবার সকালে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলী (রঃ) মাজার ও অযোদ্ধা মঠ পরিদর্শন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন