মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের গুদিঘাটা নামক স্থানে দু’টি পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ার আড়াই মাস পর গতকাল বুধবার সকালে ১২ রুটে আবার বাস চলাচল শুরু হয়েছে। স্থানীয়রা জানান, গত ১৫ জুন সাতক্ষীরা থেকে অতিরিক্ত পাথর বোঝাই করে দু’টি ট্রাক মঠবাড়িয়া আসার পথে ওই ব্রিজটি পার হওয়ার সময় দু’টি ট্রাকসহ ব্রিজটি খালের মধ্যে ভেঙে পড়ে। এসময় ট্রাকের হেলপার আসাদুল ইসলাম (২৯) আটকা পড়ে নিহত হন।
এর পর থেকে দীর্ঘ আড়াই মাস ধরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশালসহ ১২ রুটে সরাসরি যান চলাচল বন্ধ থাকায় যাত্রীসাধারণের চমর দুর্ভোগ পোহাতে হয়। ওই জনগুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মাণের দাবিতে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও সমাবেশ করে। এলাকাবাসী ব্রিজটি দ্রুত নির্মাণ করে বাস চলাচলের দাবি করলে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ টেন্ডার ছাড়াই জরুরি ভিত্তিতে ভেঙে যাওয়া ব্রিজ থেকে ১৫ ফুট দূরে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বাস চলাচলের উপযোগী করে তোলে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী বলেন, জনদুর্ভোগ কমাতে অস্থায়ী ভিত্তিতে খালের ওপর ৮ লাখ টাকা ব্যয়ে এ বাঁধটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে ওই স্থানে বক্স কালভার্ট নির্মাণের জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন