শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রজব মাসেই শুরু হোক রমজান প্রস্তুতি : সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

 মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী বলেছেন, রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ রহমত। রমজান মাস আত্মশুদ্ধির মাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। রজব মাসেই শুরু হোক মাহে রমজানের প্রস্তুতি। সোমবার রাতে ফটিকছড়ি উত্তর রাঙ্গামাটিয়াস্থ শাহসূফী সৈয়দ আছমত উল্লাহ শাহর (রহ.) ১৪১তম বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন পীরে ত্বরীক্বত মাওলানা ফখরুদ্দীন কাদের চৌধুরী। উদ্বোধন করেন ট্রাস্ট ন্যাম প্রপার্টিজ লিমিটেডের সিইও এ এস এম মিনহাজুল ইসলাম জসিম। বক্তব্য রাখেন মাওলানা মুফতি আবুল কাশেম তাহেরী, মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, মাওলানা হাফেজ মুফতি মাকসুদুর রহমান, মাওলানা আব্দুল­াহ আল মাসুদ প্রমুখ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন