শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজারে শানে রেসালত সুন্নি মহাসম্মেলন বৃহস্পতিবার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৬ এএম

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে শানে রিসালাত সুন্নী মহাসম্মেলন। জঙ্গিবাদ ও মদক বিরোধী এই সুন্নী মহাসম্মেলনে যোগ দিতে কক্সবাজার আসছেন মাইজভাণ্ডার দরবারের পীর ইন্টারন্যাশনাল পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ’র প্রেসিডেন্ট, শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী।

তিনি ওইদিন বিকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলন উদ্বোধন করবেন
কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের এমপি সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিকসহ প্রখ্যাত আলেম ওলামাগণ।

উক্ত সুন্নী মহাসম্মেলনে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে বিষয়ভিত্তিক আলোচনা করবেন দেশের সুফিবাদী প্রখ্যাত আলেম ওলামাগণ।

সুন্নী মহাসম্মেলন প্রস্তুতি কমিটির সচিব হাফেজ কেরামত আলী মাইজভান্ডারী জানান, বর্তমান জঙ্গিবাদ, মাদক, যৌতুক, সুদ ও ঘুষসহ নানা অপরাধ দিন দিন বেড়েই চলছে।

সরকারও চায় এসব অপকর্ম দেশ থেকে নির্মূল করতে। আমরা সবসময় সরকারের পজিটিভ কার্যক্রম সমূহে সহযোগিতা করি। তারই ধারাবাহিকতায় ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আমরা এই সম্মেলন আয়োজন করছি।

কক্সবাজারের সকল শান্তিপ্রিয় জনতাকে মাহফিল সফল করতে আহ্বান জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাফেজ নুরুল আবছার ইমন ও সচিব হাফেজ মাওলানা কেরামত আলী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Monjur Rashed ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩১ এএম says : 0
Best wishes for success. Please uphold the dignity of Rasul (sm).
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন