শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি আহত এক

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে চারটায় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে ইমরান গ্রুপের একজন গুরুতরভাবে আহত হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে বিরাজ করছে। যে কোন সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের আংশকা রয়েছে।  
ক্যাম্পাস সূত্র জানায়, গত শনিবার রাত ১টায় ফুটবল টুর্নামেন্টের কমিটি গঠনকে কেন্দ্র করে উভয় পক্ষের জুনিয়র কর্মীদের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়া ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার বিকেল সাড়ে চারটায় শাহপরান হলের সামনে পার্থ ও ইমরান গ্রুপের জুনিয়র কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দেশীয় অস্ত্রসাজে সজ্জিত হয়ে পার্থ গ্রুপের কর্মীরা ইমরান গ্রুপের কর্মীদেরকে ধাওয়া দেয়। এসময় ইটের টুকরার আঘাতে ইমরানের সমর্থক মনোয়ার চোখে গুরুতর আঘাত পায়। আহত মনোয়ারকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দফায় দফায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন