শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চলছে ১৯টি প্রকল্পের কাজ

কুষ্টিয়ায় শিক্ষা প্রকৌশল অধিদফতর

এস এম আলী আহসান পান্না, কুষ্টিয়া : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪১ এএম

কুষ্টিয়ায় শিক্ষা প্রকৌশল (ইইডি) অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। যেখানে জরাজীর্ণ ভবনে ক্লাস করা অত্যন্ত কষ্টকর হচ্ছিলো। সেখানে নতুন নতুন ভবনের ফলে একদিকে শিক্ষা প্রতিষ্ঠান যেমন পেয়েছে নতুন নতুন বিল্ডিং। তেমনি শিক্ষার্থীরাও পেয়েছে লেখাপড়া করার উন্নত পরিবেশ। কুষ্টিয়ার ৬ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৯টি প্রকল্পের কাজ চলছে। এ কাজ সম্পন্ন হলে কুষ্টিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো উন্নয়ন হবে বলে মনে করেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ। জানা যায়, কুষ্টিয়ার ৬ উপজেলা কুষ্টিয়া সদর, দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলায় ১৯টি প্রকল্পের অধীনের ৫৮৯টি ভবন নির্মিত হচ্ছে নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে এক কাজগুলো এগিয়ে চলেছে। ৫৮৯ টি প্রকল্পে ধার্য করা হয়েছে ৪৩৩ কোটি ৪৭ লাখ ৯২হাজার টাকা। নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উদ্ধমুখী স¤প্রসারণ শীর্ষক প্রকল্পের অধীনের ৪০টি, নির্বাচিত মাদরাসা সমূহে ২৪টি, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত পোস্ট গ্রাজুয়েট কলেজসমূহের ১০টি, বিদ্যমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (৬৪ টিএসসি) সক্ষমতা বৃদ্ধিতে ২টি, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবমিলে ৫৮৯টি ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মো. জাহেদুল করীম জানান, কুষ্টিয়াতে এসব ভবনের কাজ অতি দ্রুতই সম্পাদনের পথে। এ ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর দাখিল মাদাসার সুপার মাওলানা আব্দুল ওয়াহাব জানান, এ সরকারের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। আমাদের প্রতিষ্ঠানেও যে চারতলা ভবন তৈরি হচ্ছে। তা বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ক্লাসের সমস্যা দূর হয়ে পাঠদানের জন্য এ প্রতিষ্ঠান ব্যাপক ভূমিকা পালন করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন