শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তুরস্ক ও পাকিস্তানের যৌথ সামরিক মহড়া; আতঙ্কে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:২৭ এএম

গত মঙ্গলবার যৌথ সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক ও পাকিস্তান। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে শুরু হওয়া মহড়াটি তিন সপ্তাহ ধরে চলবে। মহড়ায় তুর্কি স্পেশাল ফোর্স ও পাকিস্তান সেনাবাহিনীর এলিট স্পেশাল সার্ভিসেস গ্রুপ অংশ নিয়েছে।

পাকিস্তান ও তুরস্কের এই যৌথ মহড়ার দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারত। এমনিতেই প্রতিবেশী দুই শক্তিশালী দেশ চীন ও পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে উদ্বেগে ভুগছে ভারত। এর সাথে যোগ দিয়েছে উদীয়মান শক্তি তুরস্ক। এবার আফগানিস্তান সীমান্তে পাকিস্তান এবং তুরস্ক শুরু করেছে যৌথ সামরিক মহড়া। এই অবস্থায় যৌথ সামরিক মহড়া চাপ বাড়িয়েছে নয়াদিল্লির।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয়ার পরে পাকিস্তানের সাথে সুর মিলিয়ে তীব্র বিরোধিতা জানিয়েছিল তুরস্কও। তার পরে ২০১৯ এবং ২০২০ সালে টানা দু’বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন-সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারত-বিরোধিতা বজায় রেখেছে তারা। ‘আতাতুর্ক ২০২১’ নামের এই মহড়াটির উদ্দেশ্য, সন্ত্রাসবাদের মোকাবিলা।

কিন্তু ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, দুই ইসলামির রাষ্ট্রের মধ্যে এটি এক রণকৌশলগত জোটের প্রস্তুতি। যা পাকিস্তানের ভারত-বিরোধী সন্ত্রাসকেই প্রকারান্তরে পুষ্ট করতে পারে। কাশ্মীরসহ গোটা দক্ষিণ এশিয়াতেও যার প্রভাব পড়তে বাধ্য। ইসলামী বিশ্বে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সঙ্গে দূরত্ব রচনা হওয়ার পরে তুরস্কের হাত শক্ত করে ধরেছে ইমরান খানের সরকার।

আগামী সপ্তাহেই সন্ত্রাসবাদে আন্তর্জাতিক পুঁজি জোগানোর উপর নজরদারি সংস্থা এফএটিএফ-এর বৈঠক। সেখানেও পাকিস্তানের পাশেই দাঁড়াতে চলেছে তুরস্ক। ইস্তাম্বুলের পক্ষ থেকে গত বছরই বলা হয়েছিল, কাশ্মীরের বিষয়টি পাকিস্তানের মতো তাদের কাছেও গুরুত্বপূর্ণ। ফলে কপালে চিন্তার ভাজ ভারতের।

যৌথ মহড়ায় কাউন্টার টেরোরিজম, ক্লোজ কোয়ার্টার ব্যাটল, কর্ডন অ্যান্ড সার্চ, র‌্যাপেলিং, ফায়ার অ্যান্ড মুভ টেকনিকস, হেলিকপ্টার র‌্যাপেলিং, কম্পাউন্ড ক্লিয়ারেন্স, হোস্টেজ অ্যান্ড রেসকিউসহ আরো বেশ কয়েকটি প্রশিক্ষণে অংশ নেবে দুই দেশের সেনারা।

বিবৃতিতে আরো বলা হয়, যৌথ সামরিক মহড়া ভ্রাতৃত্বপূর্ণ দুই দেশের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সহায়তা করবে। সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। সূত্র: এবিপি, আনদুলু এজেন্সির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Harunur Rashid ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৩ এএম says : 1
Great
Total Reply(0)
Shafiqul+Islam ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ এএম says : 1
Good News. Go ahead with Iran, China and Rusia.
Total Reply(0)
Roky Khan ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৬ এএম says : 1
India to Pakistan ke age theke boy kore
Total Reply(0)
Anamul Hoque ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৭ এএম says : 4
গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হচ্ছে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান বাংলাদেশ কি প্রস্তুত???
Total Reply(1)
Belayet Hossen ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৫ পিএম says : 1
বাংলাদেশ সরকার জঙ্গীবাদ ও জিহাদের মধ্যকার পার্থক্য এখনো বুঝতে পারে নাই। তাই বাংলাদেশ এখনো প্রস্তুতি নিতে বিলম্ব করছে।
sudip ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪০ এএম says : 2
স্বপ্ন দেখতে কিন্তু দারুন মজা লাগে ..... তাও যদি সেটা দিবাস্বপ্ন হয় ..... আবার ছেঁড়া কাঁথায় শুয়ে অনেকে লক্ষ টাকার স্বপ্ন দেখতে ভালোবাসে ..... স্বপ্ন দেখতে ক্ষতি নেই যদিও সেটা বাস্তবএর থেকে সহস্র যোজন দূরে থাকে .... মনের মদ্ধ্যে শুধু হাহাকার বাড়তে থাকে আর অন্য জনে সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করে .... হে হে :)
Total Reply(0)
MD Akkas ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৫ পিএম says : 1
আল্লাহ সবার সহায় হোক। হবে এগিয়ে যেতে হবে। সকল ইসলামিক কান্ট্রি গুলো। ইয়াহুদী নাস্তিক কাফের এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
Total Reply(0)
এ,+কে,+এম+জামসেদ ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ২:৫৩ পিএম says : 0
সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পক বৃদ্ধি করার পর পাকিস্তান তুরস্কের সাথে বন্ধুত্ব বৃদ্ধি করেছে।
Total Reply(0)
সুমন ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:১৮ পিএম says : 0
ভারতের সাথে আছে ইসরাইল-আমেরিকা ফ্রান্স জাপান জার্মান এছাড়াও সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যদিও জঙ্গী নির্মল ভারত একাই যথেষ্ট
Total Reply(0)
Nahid hasan ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৩ এএম says : 0
ইসলামের বিজয় হবেই ইনশাল্লাহ
Total Reply(0)
A K M Golan Rabbany ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ৪:১৪ পিএম says : 1
Good Good Allahhuakbar kaffer namrud unlimited, But Allah Alone is enough.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন