কটিয়াদী উপজেলার চারিপাড়া গ্রামের মঠখোলা হাজী জাফর আলী কলেজের ছাত্রী চিত্রা রানী সূত্রধরকে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। জানা যায়, কলেজছাত্রী চিত্রা রানী গত ২৮ জানুয়ারি কটিয়াদী উপজেলার চারিপাড়া নিজ বাড়ি থেকে মঠখোলা হাজী জাফর আলী কলেজে যাবার পথে অপহৃত হয়। অপহরণের পর অপহরণকারীরা তার আত্মীয়-স্বজনকে মোবাইলে হুমকি দিয়ে আসছে।
একই গ্রামের মো. ইসমাইল ও জয়নাল আবেদীনকে আসামি করে অপহৃত কলেজছাত্রীর মা উজ্জলা বালা দেবী গত বুধবার রাতে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে গত ২৮ জানুয়ারি অপহৃত কলেজছাত্রীর বড় বোন পপি রানী সূত্রধর কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কটিয়াদীর মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন জানান, অভিযোগ পেয়েছি। কলেজছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন