শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১০ পুলিশ কর্মকর্তার একযোগে বদলির আবেদন

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় কর্মরত ১০ জন পুলিশ কর্মকর্তা একযোগে বদলির আবেদন করেছেন। তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন নোয়াখালীর সচেতন মহল। তাদের অভিমত, ব্যক্তিগত সমস্যা উল্লেখ করা হলেও তারা রহস্যজনক কারণে ক্ষুদ্ধ হয়ে বদলি হতে চাচ্ছেন। বদলির জন্য আবেদনকারীরা হলো, কোম্পানীগঞ্জ থানার এএসআই সরোজ কুমার আচার্য্য, এসআই এমরান হোসাইন, এসআই জাকির হোসেন, এসআই মো. নিজাম উদ্দিন, এসআই সহিদ হোসাইন, এসআই রিয়াদুল হাসান, এএসআই বাবুল মিয়া বেগ, এসআই রবিউল আলম, এএসআই মো. জহির হোসেন, এএসআই আবদুল জাহের। এছাড়া উক্ত থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা বদলির আবেদন প্রক্রিয়ায় রয়েছেন বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রণি বদলির দরখাস্তের বিষয়টির সত্যতা স্বীকার করেন। তবে কী কারণে একসাথে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত কারণ দেখিয়ে বদলির আবেদন করেছেন তা জানাতে তিনি অস্বীকৃতি জানান। পরিচয় প্রকাশে অনিচ্ছুক বদলির জন্য আবেদন করা এক পুলিশ কর্মকর্তা জানান, কোম্পানীগঞ্জে চলমান পরিস্থিতিতে মান সম্মানের সঙ্গে সরকার অর্পিত দায়িত্ব পালন করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সে কারণে মান সম্মান থাকতে এখান থেকে অন্যত্র বদলির আবেদন করেছি। একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে ইনকিলাবকে জানান, গতকাল কোম্পানীগঞ্জ থানার ওই ১০ জন পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর পৃথকভাবে বদলির আবেদন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন