মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হল খুলে পরীক্ষা নেবে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট

কাপ্তাই(রাঙ্গামাটি) উপজেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১:০২ পিএম

আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়ার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইসস্টিটিউট(বিএসপিআই)। বৃহস্পতিবার( ১৮ ফেব্রুয়ারী) হোস্টেল কর্তৃপক্ষের পক্ষে শিক্ষক মুহাম্মদ এজাবুর আলম বিষয়টি নিশ্চিত করেন। শনিবার(২০ ফেব্রুয়ারী) থেকে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইয়ের ছাত্রাবাস খোলার ব্যাপারেও সিদ্বান্ত গ্রহণ করা হয়। শনিবার সকাল ১০টা হতে হোস্টেলের সকল বর্ডারদের প্রবেশ উন্মুক্ত করা হল এবং একই সঙ্গে রোববার(২১ ফেব্রুয়ারী) মিল চালুর সিদ্বান্ত নেওয়া হয় বলে বিএসপিআই সুত্রে জানাযায়। আগামি সোমাবার(২২ ফেব্রুয়ারী) হতে পরীক্ষা শুরু হচ্ছে শিক্ষার্থীদের। দীর্ঘদিন যাবৎ হল বন্ধ থাকায় আবাসন ব্যবস্থা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন সকল শিক্ষার্থী , অভিভাবক ও শিক্ষকগন। এদিকে বিএসপি আই অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার( অতিরিক্ত দায়িত্ব) বলেন,আগামি সোমবার(২২ ফেব্রুয়ারী) হতে পরীক্ষা শুরু এবং হোস্টেল কেন্দ্রিয় ভাবে খুলে দেওয়ার সিদ্বান্ত কে সময়োপযোগী সিদ্বান্ত বলে তিনি মত প্রকাশ করেন। দেশে করোনাভাইরাসের সংক্রামণ শুরু হলে ১৭মার্চ২০২০সাল হতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায়,দফায় বেড়ে এ ছুটি আগামি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত করা হয়েছে। করোনার শুরু থেকেই বন্ধ রয়েছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটও। এ সময় থেকে প্রতিষ্ঠানটির আবাসিক হলও বন্ধ রাখা হয়েছিল। এদিকে শিক্ষার্থীরা করোনার সকল নিয়ম, মেনে হাস্যউজ্জল ভাবে পরীক্ষা দেওয়ার জন্য দীর্ঘদিন পর ইনস্টিটিউটে ফিরছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন