বগুড়ার ধুনট উপজেলায় তাওহিদ সরকার নামের ৫ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল গফুর সরকারের ছেলে।
নিহত তাওহিদের চাচা সোলায়মান সরকার জানান, গতকাল শুক্রবার সকালে শিশু তাওহিদকে শয়ন ঘরে ঘুমিয়ে রেখে ওর মা দুলালী খাতুন বাড়ির সামনে আবাদি জমিতে কাজ করছিল।
এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও বাড়িতে ছিল না। কাজ শেষে দুলালী খাতুন ঘরে ফিরে শিশু তাওহিদকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর গলাকাটা অবস্থায় তাওহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কত্যর্বরত চিকিৎসক তাওহিদকে মৃত ঘোষণা করেন।
নিহত তাওহিদের মা দুলালী খাতুন বলেন, সকালে আমি শাশুড়ির সঙ্গে বাড়ির সামনে জমিতে কাজ করছিলাম। এ সময় বাড়িতে কেউ ছিল না। তখন তাওহিদ ঘুমিয়ে ছিল। আমি ঘরে ফিরে তাওহিদকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেরি। তখনই চিৎকার দিয়ে ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বের হই। এক প্রশ্নের জবাবে দুলালী খাতুন বলেন, কে এমন ঘটনা ঘটিয়েছে, তা বলতে পারছি না।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. পিয়াস পারভেজ বলেন, শিশু তাওহিদের গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। হাসপাতালে আনার পূর্বেই সে মারা গেছে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশু তাওহিদকে হত্যায় ব্যবহৃত রক্তাক্ত বটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন